হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে বাংলা গজল লিরিক্স, এই সুন্দর গজলটি গেয়েছেন মুহাম্মদ বদরুজ্জামান লিখেছেন আব্দুল কাদির হাওলাদার।
গজলঃ মালিকরে ভুলিয়া
কথাঃ আব্দুল কাদির হাওলাদার
সুর: মুহাম্মদ বদরুজ্জামান
হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে
নিতে পারে তুলিয়া,
কিসের আশায় রইলিরে মন
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া
তুই মালিক রে ভুলিয়া।
ধনসম্পদ পাইয়া হাতে, করলি জমিদারি
ক্ষমতার অহংকারে, করলি বাহাদুরি
ও তুই করলি বাহাদুরি
ধনসম্পদ পাইয়া হাতে, করলি জমিদারি
ক্ষমতার অহংকারে, করলি বাহাদুরি
ও তুই করলি বাহাদুরি।
ও তোর রেসমি পোশাক সোনার আংটি
ও তোর রেসমি পোশাক সোনার আংটি
নেবে স্বজনরা খুলিয়া।
কিসের আশায় রইলিরে মন
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া
তুই মালিক রে ভুলিয়া।
ক্ষনে ক্ষনে কবর ডাকে, আয় রে আমার বাড়ি
মাটির ওপর থাকবি রে তুই দিন কয়েক চারি
ও তুই দিন দুয়েক চারি,
ক্ষনে ক্ষনে কবর ডাকে, আয় রে আমার বাড়ি
মাটির ওপর থাকবি রে তুই দিন কয়েক চারি
ও তুই দিন দুয়েক চারি।
আসতে তোর হবে একদিন
আসতে তোর হবে একদিন
সাদা কাফন পড়িয়া
কিসের আশায় রইলি রে মন
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া।
হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে
নিতে পারে তুলিয়া,
কিসের আশায় রইলিরে মন
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া
মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া।