কাউকে যদি ঋণ দেয়া থাকে তাহলে কি তারও যাকাত দিতে হবে

যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হলো, সম্পদের মালিক হওয়া।
সুতরাং কেউ যদি অন্যকে টাকা ঋণ দেয় তাহলে মূল মালিক নিজের সম্পদের সাথে উক্ত প্রদত্ত ঋণেরও যাকাত আদায় করবে- যদি সে যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং উক্ত প্রদত্ত ঋণের যাকাত দেয়ার ক্ষমতা থাকে।

তবে যদি উক্ত টাকা ফেরত না পাওয়ার আশংকা করে অথবা উক্ত প্রদত্ত ঋণের যাকাত দেয়ার ক্ষমতা না থাকে তাহলে তার জন্য উক্ত অর্থের যাকাত আদায় করা আবশ্যক নয়।

অবশ্য যদি পরবর্তীতে তা ফেরত পাওয়া যায় তাহলে অতীতে যত বছরের যাকাত আদায় করা হয় নি সবগুলোর একসাথে যাকাত বের করতে হবে।
আল্লাহু আলাম।

Exit mobile version