কানের দুলের ছিদ্রে পানি না পৌছলে কি গোসল হবে

আমার কানের দুলের ছিদ্রটি এতই সূক্ষ্ম এবং পাতলা যে কানের দুলটি পরলে ব্যথা হয় এবং ফুলে যায়। তাই কান সাধারণত খালি থাকে। যেহেতু গোসলের সময় সেই গর্তে পানি পৌঁছায় না, সেহেতু গোসলের পর আবার দুল বা অনুরূপ কোনো বস্তুর সূক্ষ্ম অংশ পানিতে ভিজিয়ে তারপর আবার কানে পরি এবং পানি সেখানে পৌঁছে যায়। এটা বেশ কষ্টের।
আমি মুহতারামের কাছে যা জানতে চাই তা হল, যদি এভাবে কানের দুলের ছিদ্রে পানি না পৌঁছায় এবং শুধু হাত দিয়ে ধুয়ে পানি বের করে দেই তাহলে কি আমার ফরজ গোসল বা সাধারণ গোসল পূর্ণ হবে?

প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে গোসলের সময় কানের দুলের ছিদ্রে কিছু ঢোকানোর প্রয়োজন নেই; বরং গোসলের সময় হাত দিয়ে জায়গাটা ভালো করে নাড়াচাড়া করুন যাতে দুলের ছিদ্র থাকলেও পানি সেখানে পৌঁছায়। এতে আপনার গোসল সম্পূর্ণ হবে।

—আলমুহীতুল বুরহানী ১/২২৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৫; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪; রদ্দুল মুহতার ১/১৫২

Exit mobile version