কালো কুকুর কি শয়তান এবং তাকে কি হত্যা করা যাবে

বেশ কিছু হাদিসে দেখলাম কালো কুকুরকে শয়তান বলেছেন মহানবী মুহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কালো কুকুরকে হত্যা করারও নির্দেশ দিয়েছেন।
সম্মানিত হুজুরের কাছে আমার প্রশ্ন, এই কালো কুকুর বলতে এখানে কি বুঝানো হয়েছে। রাস্তায় তো কালো কুকুর মাঝে মাঝে দেখা যায়। তাহলে কি সেই কালো কুকুর শয়তান?

কালো কুকুর দ্বারা তৎকালিন ক্ষতিকর কুকুর বুঝানো হয়েছে।

শরীয়তের বিধান হলো কোনো কুকুর যদি হিংস্র হয়, ক্ষতিকারক হয়, চায় সে পাগলা কুকুর হোক, বা সুস্থ কুকুর হোক, যদি তাকে মেরে ফেলা ছাড়া তার থেকে পরিত্রানের কোনো ছুরত না থাকে, তাহলে তাকে মেরে ফেলা জায়েয আছে।

তাকে অন্যান্য যন্ত্র দিয়ে যেমন মেরে ফেলা জায়েয আছে,বিষ দিয়েও মেরে ফেলা জায়েয আছে।
তবে বিষ এমন হওয়া উচিত যেটার দ্বারা কুকুর দ্রুত
মারা যাবে।

অন্যথায় সাধারন বিষ প্রয়োগ করা হলে সেটা আরো ভয়ংকর রকমের সমস্যার কারন হতে পারে।
(কিতাবুন নাওয়াজেল ১৪/৪৪০)

উত্তম হলো তাকে এমন যন্ত্র দিয়ে মেরে ফেলা উচিত যেটার দ্বারা উক্ত কুকুরের কম কষ্ট হয়।
যেমন তাকে ধরে ধারালো ছুরি দ্বারা মেরে ফেলবে।
(কিতাবুন নাওয়াজেল ১৪/৪৪১)

উল্লেখ্য যে যদি সেই কুকুরকে মেরে ফেলা ছাড়াও তা থেকে পরিত্রানের কোনো উপায় থাকে, যেমন তাকে অন্যত্রে রেখে আসা, ইত্যাদি
তাহলে তাকে মেরে ফেলা জায়েয নেই।

Exit mobile version