Q/A

পোশাকে কবুতরের বিষ্ঠা থাকলে কি নামাজ সহীহ হবে?

আমি বাড়িতে কবুতর পালন করি। মাঝে মাঝে নামাজের পর আমার কাপড়ে কবুতরের বিষ্ঠা বা পায়খানা দেখতে পাই।
আমি জানতে চাই, আমার কাপড়ে কবুতরের বিষ্ঠা থাকলে কি আমার নামাজ শুদ্ধ হবে?

কাপড়ে কবুতরের বিষ্ঠা থাকলেও নামায সহীহ হবে। কারণ কবুতর এবং অন্যান্য হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। এই পাখির বিষ্ঠা যদি কাপড়ে লেগে যায়, তবে তা নাপাক হয় না। তবে, এই বিষ্ঠা নাপাক না হলেও, যেহেতু এগুলো ময়লা এবং আবর্জনা, এবং সম্পূর্ণ পরিষ্কার পোশাক পরে নামায পড়া বাঞ্ছনীয়, তাই যতটা সম্ভব সেগুলো সরিয়ে নামায পড়া উচিত।

* >المبسوط< للسرخسي ১/৫৬ : قال: ولا يفسد خرء الحمام والعصفور الماء؛ فإنه طاهر عندنا.
আল-মাবসুত- আল-সারখসী ১/৫৬: তিনি বলেছেন: কবুতর এবং চড়ুই পাখির মলমূত্র পানি নষ্ট করে না; কারণ আমাদের মতে এটি পবিত্র।

কিতাবুল আছল ১/৪৭; আহকামুল কুরআন, জাস্সাস ২/৩২; খিযানাতুল আকমাল ১/৩০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৪২; আলমুহীতুর রাযাবী ১/১৩৭; মাজমাউল আনহুর ১/৫৩

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button