দেশে চিকিৎসা আছে অক্ষম হলে যৌন চিকিৎসা নিন অথবা আয়বের্দিক চিকিৎসা নিন ।
তবে কোনভাবেই এই সেক্সটয় ব্যাবহার করা জায়েজ হবে না ।
যৌন চাহিদা মিটানোর একমাত্র রাস্তা হল, শরীয়ত অনুমোদিত নারীর সাথে তা নিবারণ করা। এছাড়া অন্যত্র বা অন্য পন্থায় যৌন চাহিদা মিটানো নিষিদ্ধ।
কিন্তু সেক্সডল বা সেক্সটয় দ্বারা শরীয়তের এ বিধানটি লঙ্ঘিত হয়।
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ [٢٣:٥] إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ [٢٣:٦] فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ [٢٣:٧]
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। [সূরা মু’মিনূন-৫-৭]
وَالْأَقْرَبُ لِقَوَاعِد مَذْهَبِنَا عَدَمُ الْحِلِّ، لِأَنَّ تَصَوُّرَ تِلْكَ الْأَجْنَبِيَّةِ بَيْنَ يَدَيْهِ يَطَؤُهَا فِيهِ تَصْوِيرُ مُبَاشَرَةِ الْمَعْصِيَةِ عَلَى هَيْئَتِهَا، (رد المحتار، كتاب الحظر والإباحة، فصل فى النظر واللمس-6\372، دار الفكر بيروت)