ফরয গোসলের মধ্যে নারীদের চুল ধোয়ার বিধান

মহিলাদের ফরয গোসলের সময় বেনী করা চুল ভেজাতে হবে কিনা?
শুধু বেনি করা চুলের গোড়া ভিজে গেলে ফরয গোসল আদায় হবে কি?
আমার একটি ছোট বাচ্চা আছে। বাচ্চা বুকের দুধ খায়। এখন সকালে কিংবা রাতে আমি ফরজ গোসল করার সময় চুল ভিজালে বাচ্চার ঠান্ডা কাশি হয়। আমি কী এমন অবস্থায় চুল না ভিজিয়ে ফরয গোসল করতে পারব?

ফরয গোসলের সময় মহিলাদের গোড়াসহ সমস্ত চুল ধৌত করা জরুরী। কিন্তু যদি চুলে খোপা বা বেনী করা থাকে এবং তা খুলে গোসল করা কঠিন হয়, তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তখন সমস্ত চুল খোলা বা বেনী খুলে সম্পূর্ণ চুল ধোয়া জরুরী নয়।

উম্মু সালামাহ্ (রাযিঃ) বর্ণিত: তিনি বলেন—

قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ قَالَ ‏ “‏ لاَ إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلاَثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ
উম্মু সালামাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, হে আল্লাহর রাসূল! আমি তো মাথায় চুলের বেনী গেঁথে থাকি। সুতরাং অপবিত্রতার গোসলের সময় কি আমি তা খুলব? তিনি বললেন, না। বরং তোমার জন্যে এটাই যথেষ্ট যে, তুমি মাথার ওপর তিন আজলা পানি ঢেলে দিয়ে। অতঃপর সারা শরীরে পানি ঢেলে দিয়ে পবিত্র হয়ে যাবে।
[সহীহ মুসলিমঃ৩৩০]

ফিকহুল হানাফির প্রসিদ্ধ ফতোয়াগ্রন্থ আল বাহরুর রায়েকে আছে,

في البحر الرئق: ص… ١/٥٤ “(وكفى بل اصل ضفيرتها) اى شعر المراة المضفور للحرج اما المنقوض فيفرض غسل كله اتفاقا.

যদি মহিলাদের জন্য তাদের খোপা বা বেণী খুলে চুল ভেজাতে অসুবিধা হয়, তবে বেনী বা খোপা থাকা অবস্থার সময় চুলের গোড়ায় পানি পৌঁছাতে দেওয়াই যথেষ্ট। তবে চুলে খোপা বা বেনী করা না থাকলে সম্পূর্ণ চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরয। (আল-বাহরুর রায়িক : ১/৫৪)

তবে গুরুতর সমস্যা না থাকলে চুলের খোঁপা বা বেনী খুলে পুরো চুল ভিজিয়ে ভালো করে গোসল করা উত্তম। আমাদের সমাজে মহিলারা যে ধরনের খোঁপা বা বেনী বাঁধেন তা খোলা খুব কঠিন নয়। তাই যতটা সম্ভব চুল খুলে বেনী বা খোঁপা সরিয়ে গোসল করাই উত্তম।

ফরজ গোসলে মেয়েরা মাথার চুলের কতটুকু ধোয়া জরু‌রি

والله اعلم بالصواب

Exit mobile version