ফুটবল খেলা হারাম হলে বিশ্বকাপে আরব দেশগুলো অংশগ্রহণ করে কীভাবে

আমরা জানি ফুটবল খেলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজনে কাতার, সৌদি আরব সহ অনেক মুসলিম দেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহন করে, এই ব্যাপারে ইসলাম শরীয়াহ কি বলে?
দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি হারাম করার জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে সে হারামটা কি হালাল হয়ে যাবে?
কোন একটা গুনাহের কাজ, পাপের কাজ, যে আসরটা পাপকে ঘিরে, যে আসরটার আদ্য পান্ত পাপে পাপে নিমিজ্জিত, সে রকম আসরে যদি মুসলিম কোন দেশ অংশগ্রহন করে

Exit mobile version