চোখ গড়িয়ে পানি পড়ার কারণে কি অযু ভঙ্গ হবে

চোখ উঠলে চোখ থেকে যে পানি বের হয় তা নাপাক নয়। কারণ এটি চোখের সাধারণ পানির হুকুমে। তাই বের হওয়ার কারণে অযু ভঙ্গ হয় না বা ওযুর কোন ক্ষতি হয় না।

তবে চোখের ভিতর থেকে পুঁজ বের হলে বা চোখের ভিতরে ক্ষত হলে সেখান থেকে পানি বের হয়ে চোখ থেকে বেরিয়ে পড়লে ওযু ভেঙ্গে যাবে।

ফাতহুল কাদীর ১/১৬৪; হালবাতুল মুজাল্লী ১/৩৭৮; আলবাহরুর রায়েক ১/৩২; রদ্দুল মুহতার ১/১৪৭; ফাতাওয়া রশীদিয়া, পৃ. ২৬৯

Exit mobile version