বিয়ের সময় ছেলের বাবা কি মেয়ে দেখতে পারবে

ছেলেকে বিয়ে দেবার জন্য ছেলের বাবা কি মেয়েকে দেখতে পারবে কি?
না, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখা পিতার জন্য জায়েয নয়।

কন্যা দেখার সময় শুধুমাত্র ছেলে ছাড়া আর কোন ননমাহরাম (ছেলেটির বাবা, ভাই, দুলা ভাই, বন্ধু ইত্যাদি) কেউ কন্যা বা পাত্রী দেখার সময় মেয়েকে দেখতে পারবে না, এটা হারাম

আর পাত্র যখন কনেকে দেখবে তখন শুধু কনের মুখ বা চেহারা, কব্জি ও পায়ের পাতা দেখা যাবে। পাত্র অন্যান্য অঙ্গ দেখতে পারেন না, মাথার চুলও দেখা যাবে না।
ইবন আবেদীন রহ. বলেন,

يباح النظر إلى الوجه والكفين والقدمين لا يتجاوز ذلك
পাত্রীর চেহারা, দুই হাতের কব্জি ও দুই পা (পাতা) দেখা জায়েয। এর বেশি দেখা যাবে না।
(হাশিয়া ইবন আবেদীন ৫/৩২৫)

আল্লাহু আলাম

Exit mobile version