ব্যাংকে জমাকৃত টাকার উপর কি যাকাত ফরজ

আমাদের আবাসিক বাড়ি নির্মাণের জন্য কিছু টাকা ব্যাংকে রাখা হয়েছে, এখন টাকা ব্যাংকে রেখেছি তার এক বছরের বেশি হয়ে গেছে, এই টাকার উপর কি যাকাত ওয়াজিব হয়েছে কি?
সেই টাকার যাকাত অবশ্যই দিতে হবে। কারণ, ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সব ধরনের অ্যাকাউন্টের জমাকৃত অর্থ নিঃসন্দেহে যাকাতযোগ্য। সেটা কারেন্ট অ্যাকাউন্ট, মোদারাবা বা সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট বা দীর্ঘমেয়াদী আমানত হোক; নেসাবের মালিক হলে সকল প্রকার হিসাবের উপর যাকাত আদায় করতে হবে। যদি আপনার হাতে বেশি টাকা থাকে বা যাকাতের যোগ্য সম্পদ থাকে, তাহলে যাকাত দেওয়ার সময় ব্যাংকে থাকা টাকার উপর যাকাত দিতে হবে।
(ফাতাওয়ায়ে উসমানী ২/৭১)

Exit mobile version