Ami Likhbo Cithi Debo Tomay Bangla Gojol Lyrics

আমি লিখবো চিঠি দেব তোমায় বাংলা গজল লিরিক্স
Performed By: Abir Chowdhury
Lyric, Tune: Somon Akand
Arrangement, Mix,Master: Abir Chowdhury
A.D: Rohan Uddin Tahin & Arfin Shawon
Label : Abir Records
Director : Sabbir Chowdhury
Back vocal
: Mohammad Sohag Reza
: Shakib Al Hasan
: Sabbir Chowdhury
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)
আমি থাকবো বসে এই আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়। (২)
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)
কবে আসবে মদিনার পয়গাম?
গায়ে বাঁধবো হাজীদের এহরাম। (২)
আমি ঘুরবো মদিনার চারিপাশ
দু’চোখে দেখবো সাবজে গুম্বাজ (সবুজ গম্বুজ)।
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)
তৃষ্ণায় কাতর আমার এই মন
তৃষ্ণা মেটাবে কূপে জমজম। (২)
সে পানি মাখবো আমি সারা গায়,
পাখি, পৌঁছে দিও রওজায়।
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)
চিঠির উত্তর যদি গো না পাই
এ জীবন-মরণ সবই যে বৃথায়। (২)
যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়
সে প্রেম নসিব করো ওগো আমায়।
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)