Amare Nibayni Modinay Bangla Lyrics By Mujahid Bulbul

আমারে নিবায়নি মদিনায় | Mujahid Bulbul | Bangla Gojol
হামদ ও মোনাজাত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম; রাসূল প্রেমের গজল জাগরণী সংগীত গেয়েছেন মুজাহিদ বুলবুল
Title : Amare Nibayni Madinay
Lyric : Salah Uddin Ibn Shihab
Tune & Vocal : Mujahid Bulbul
Sound Design : Abdul Wadud Moynul
Video Edit : Shamsul Hasnat
Typography : Abdul Haque Al Amin
Graphics Design : Abdul Wadud Moynul
Special Thanks : Shebul Islam
দূর মদিনা কেমনে যাবো
দূর মদিনা কেমনে যাবো পথ তো জানা নাই
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমি পথে পথে একলা ঘুরি
কষ্ট বুকে পুশি
পথের পানে চাইয়া আমার কপাল টারে দোষী
পথে পথে একলা ঘুরি
কষ্ট বুকে পুশি
পথের পানে চাইয়া আমার কপাল টারে দোষী
ভাঙলো তরি মাঝ দরিয়ায়
ভাঙলো তরি মাঝ দরিয়ায়
অকুল ঠিকানায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
তোমরা যাওবা যদি দয়াল নবীর
রওজার আসে পাশে
আমার কথা কইওরে ভাই একটু ভালোবেসে
যাও বা যদি দয়াল নবীর
রওজার আসে পাশে
আমার কথা কইও রে ভাই একটু ভালোবেসে
জীবন খেয়া ডুবু ডুবু
জীবন খেয়া ডুবু ডুবু প্রেমের দরিয়ায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমার দিবানিশি ওবুঝে এমন
ভাসে নয়ন জলে
অন্তরে আঙ্গারও পুড়া
ভিতরে ধূপ জ্বলে
দিবানিশিওবুঝে মন ভাসে নয়ন জলে
অন্তরে আঙ্গারও পুড়া
ভিতরে ধূপ জ্বলে
নামের সুধায় মিটাও জ্বালা
নামের সুধায় মিটাও জ্বালা
নূরের চেহারায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
তুমি যাও যদিরে বনের পাখি
উইড়া মদিনায়
ডানায় ভরে ধুলার স্মৃতি
আনিও বাংলায়
যাও যদিরে বনের পাখি
উইড়া মদিনায়
ডানায় ভরে ধুলার স্মৃতি
আনিও বাংলায়
দোল বাতাশে সুখব সে ঘ্রাণ
তোল বাতাশে সুখব সে ঘ্রাণ পথের সীমানায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়
আমারে নিবায়নি মদিনায়