Amar Keu Ney Tumi Chara Bangla Gojol Lyrics

সময়ের সেরা গজল বিরহে দিল পুড়ে ছারখার Birohe Dil আমার কেউ নেই তুমি ছাড়া
Performed by: Abir Chowdhury
Lyrics: Akram Sarwar
Mix & Master: Monir Hasan
Director of Photography (DOP): Sabbir Chowdhury
Label: Abir Records
Graphics: Tan E Mur Rahman
VFX: Sazedin Noman
Color Grading: Sabbir Chowdhury
Drone: Sabbir Chowdhury
Director: Sabbir Chowdhury
বিরহে দিল পুড়ে ছারখার
যে আমার ইয়া রাসুলাল্লাহ সা. (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
কতজনে দেখে তোমায়
কলিজা শীতল হয়ে যায়। (২)
আমাকে দাওনা দিদার একবার
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
শুধু একবার দেখিতে চাই
জীবনে আরযে চাওয়া নাই। (২)
তুমি এই অসহায়েরি সহায়
ইয়া রাসুলাল্লাহ সা. (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
বিরহে দিল বেকারার জান
গোলামের জং ধরা এ প্রাণ। (২)
ওয়ারাফা’না লাকা যিকরাক
তব শান, ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ। (২)
মুলাকাতের আশা বুকে নিয়ে
মরি ধুকে ধুকে। (২)
তুমি যে শাফায়াতকারী হাশরে
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ। (২)
নিরলে জল ঝড়ে
চোখে কাতর মহা এ অসুখে। (২)
সে রোগের শিফা তব নামেতে
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ। (২)
হাশরের ঐ কঠিন দিনে
ভয়েরি সেই মহা ক্ষণে। (২)
আমাকে লুকিও তোমার দামানে
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা. (৫)