Writing

প্রশান্তির ছোঁয়া

ইব্রাহীম (আ.)-কে আগুনে নিক্ষেপ করা হলে আল্লাহ বললেন, “হে আগুন! তুমি ইব্রাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।” (২১:৬৯) — আর আগুন তার জন্য হয়ে গেল শান্তির আশ্রয়। এটাই আল্লাহর কুদরত: তিনি চাইলে আপনার জীবনের আগুনকেও প্রশান্তিতে রূপ দিতে পারেন। কষ্ট ও পরীক্ষা মুমিনের পরিচয়; আল্লাহ চান আমরা তাঁর দিকে ফিরে আসি। পরীক্ষার সময় আল্লাহর দড়ি—কুরআন ও যিকর—মজবুতভাবে ধরে রাখলে হৃদয় শান্ত হয়। মনে রাখুন, “তোমরা যেখানেই থাক, আল্লাহ তোমাদের সাথে আছেন।” (৫৭:৪) ধৈর্য ও আল্লাহর স্মরণই কঠিন সময়কে শীতল ও নিরাপদ করে দেয়।

قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
আমি বললাম, ‘হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইবরাহীমের জন্য’ ।[সূরা আম্বিয়া:৬৯]

আগুন কি আপনার জন্য শীতল হতে পারে?

যখন আগুন হয়ে যায় শান্তির আশ্রয়,
ইব্রাহীমকে (আঃ) যখন তার জাতি আগুনে নিক্ষেপ করেছিল, সবাই ভেবেছিল—এটাই তাঁর শেষ পরিণতি। কিন্তু আল্লাহ তাআলা বললেন—

قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
“হে আগুন! তুমি ইব্রাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।”[সূরা আম্বিয়া:৬৯]

এই এক বাক্যেই আগুনের প্রকৃতি পাল্টে গেল। এটাই আল্লাহর কুদরতের নিদর্শন—যিনি চাইলে ইব্রাহিমের (আ:) জন্য আগুনকে শীতল করতে পারেন, তিনি চাইলে আপনার জীবনের আগুনকেও প্রশান্তিতে রূপান্তরিত করতে পারেন।

মনে রাখবেন বিশ্বাস মানে পরীক্ষা, আল্লাহ তাআলা বলেন—

أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتۡرَكُوٓاْ أَن يَقُولُوٓاْ ءَامَنَّا وَهُمۡ لَا يُفۡتَنُونَ
মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?[সূরা আল-আনকাবুত:২]

আপনি বললেন, “আমি বিশ্বাসী”, আর আল্লাহ বললেন, “তাহলে প্রমাণ দাও।”
সুতরাং পরীক্ষাই মুমিনের পরিচয়।

কখনো পরীক্ষা আসে ধন-সম্পদের মাধ্যমে, কখনো তা অভাব দিয়ে, আবার কখনো কখনো প্রিয়জন হারানোর মাধ্যমে, আবার কখনো একাকীত্ব ও মানসিক চাপের মাধ্যমে। এই পরীক্ষাগুলো আমাদের ঈমানকে দৃঢ় করে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে।

তাই জীবনে যেকোনো পরিস্থিতিতে আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে ধরে রাখতে হবে, আল্লাহর রজ্জু ধরে থাকা মানে কি? আল্লাহর রজ্জু বা দড়ি হলো তাঁর কিতাব (কুরআন) ও স্মরণ (যিকর)। অস্থিরতায় ভারাক্রান্ত জীবনে এই দড়িটিই আশ্রয়।

কুরআনের সুন্দর আয়াতগুলো স্মরণ করুন, যা একসময় আপনার হৃদয়কে দৃঢ় করেছিল। নামাজে আল্লাহর কাছে সাহায্য চান, মন প্রাণ উজাড় করে তাঁর কাছে কাঁদুন, যেন তিনি আপনার উদ্বেককে প্রশান্তিতে রূপ দেন।

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

(লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ) -“কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহর শক্তি ও ক্ষমতা ছাড়া”- এই দোয়াটি বারবার পড়ুন; এতে রয়েছে অশেষ শক্তি ও শান্তি।

সবসময় মনে রাখবেন যখন আপনি আল্লাহকে স্মরণ করেন তখন আপনি একা নন।

وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ
আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন।[সূরা আল-হাদীদ:৪]

আপনার জীবনের পরীক্ষার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত। কখনো আল্লাহ আপনাকে এমন অবস্থায় ফেলেন, যা আপাতদৃষ্টিতে অসহনীয় মনে হয়। কিন্তু পরে ঠিকই বুঝবেন—সেই কষ্টই ছিল আপনার জীবনে উন্নতির সোপান। যেমন—মূসা (আঃ)-এর জন্য নদী হয়েছিল মুক্তির রাস্তা, ইউসুফ (আঃ)-এর জন্য কূপ ও কারাগার হয়েছিল রাজসিংহাসনের সূচনা। মরিয়ম (আঃ)-এর নিঃসঙ্গতা হয়েছিল নবী ঈসা (আঃ)-এর জন্মের বরকত। প্রতিটি কষ্টই আসলে এক একটি নতুন রহমতের পূর্বাভাস।

হাদীসুল কুদসীতে এসেছে, আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন –

“আল্লাহ্‌ বলেন, যে ব্যক্তি আমার কোন ওলীর সঙ্গে দুশমনি রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরয করেছি, তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদাত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এমন কি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে, আমিই তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমিই তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমিই তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায়, তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই।

ঈমানের এমন অবস্থায় পৌঁছে গেলে বান্দার প্রতিটি কাজ, প্রতিটি দৃষ্টি, প্রতিটি পদক্ষেপ হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির পথে। তখন জীবনের আগুনও তার জন্য হয়ে যায় শীতল, তার হৃদয়ে থাকে এক অনন্য প্রশান্তি, এমনকি শত বিপদের মাঝেও।

এই দুনিয়া এক পরীক্ষার জায়গা। কিন্তু আল্লাহর স্মরণে সেই আগুনের মধ্যে প্রবাহিত হয় শীতল বাতাস। যখন আপনি ধৈর্য ধারণ করবেন, তখন আপনার অন্তরে এমন শান্তি নেমে আসবে যা অন্য কেউ বুঝবে না। আপনি তখন অনুভব করবেন—এই পৃথিবী হয়তো কারাগার, কিন্তু আল্লাহর স্মরণেই আমার মুক্তি। আপনার কষ্টের মাঝেও থাকবে আল্লাহর রহমতের ছোঁয়া।

লিখেছেন

Picture of ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button