Q/A

মৃত ব্যক্তিকে গোসল করানো ব্যক্তির জন্য কি গোসল করা জরুরি

মৃত ব্যক্তিকে গোসল করানো ব্যক্তির জন্য কি গোসল করা আবশ্যক?
এছাড়াও, কফিন বা খাটিয়া বহন করলে কি অজু করা আবশ্যক?
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং মৃতদেহ বহনের বা খাটিয়া দরার পর অযু করা উত্তম।
আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয়, সে যেন নিজেও গোসল করে এবং যে ব্যক্তি মৃতদেহ বহন করে, সে যেন ওযু করে।”1

ইবনে উমর (রাঃ) বলেন:
আমাদের মধ্যে কেউ কেউ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করত, আবার কেউ কেউ করত না।2

অতএব, সম্ভব হলে গোসল করা ভালো, তবে এড়িয়ে গেলে কোন পাপ বা গুনাহ নেই।3

  1. আবুদাউদ হা/৩১৬১; ইরওয়া হা/১৪৪, সনদ ছহীহ ↩︎
  2. দারাকুৎনী হা/১৮৪২; আলবানী, আহকামুল জানায়েয ৫৪ পৃঃ, সনদ ছহীহ ↩︎
  3. ওছায়মীন, শারহুল মুমতে‘ ১/২৫৪, ফাতাওয়া লাজনা দায়েমা ৫/৩১৭-১৮ ↩︎
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button