Q/ASheikh Ahmad Ullah
পদ্মা সেতুতে শৌচকর্ম রাস্তাঘাট বা স্থাপনায় করার বিধান কি

পদ্মা সেতুতে যিনি প্রসাব করেছেন, বিষয়টি খুবই জঘন্য এবং দৃষ্টি কটু এবং খারাপ একটি বিষয়। সমস্ত ফোকাহাগন একমত যে জন চলালে পথে এবং লোকসমাগম হয় এমন কোন জয়গায় প্রসাব করা নিষেধ। বিভিন্ন হাদিসে এই ব্যপারে সুস্পষ্ট নিষেধজ্ঞা এসেছে। এর অন্যতম প্রধান করান হল। মানুষের কষ্ট হয় এটা নোংরামো। অতএব এটি কোন মুসলমানের কর্ম হতে পারে না।
পদ্মা সেতু এটি খুব ব্যস্ততম একটি সড়ক, সেতুর উপরে বিধায় সেখানে প্রসাব করলে, প্রসাবের দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হতে পারে।