Q/A

স্ত্রী ঘুমানোর সময় স্বামী কোন পাশে ঘুমানো সুন্নত?

আমাদের সমাজে প্রচলিত রয়েছে স্ত্রীকে স্বামীর বাম পাসে ঘুমানো সুন্নত।
কিন্তু স্বামী -স্ত্রী কে কোন পাশে ঘুমাবে–এব্যাপারে শরিয়তের কোন বিধি-নিষেধ নেই; বরং প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত।

কেননা রাসূল ﷺ বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।
(মুসলিম ২৭১০)

উপুড় হয়ে ঘুমানো মাকরূহ। কেননা রাসূল ﷺ বলেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’
(আবু দাউদ ৫০০১)

[elementor-template id=”8802″]

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button