সুন্নাতে প্রতি রাকাআতে কি সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে

চার রাকাআত বিশিষ্ট সুন্নাত সালাতে প্রত্যেক রাকাআতেই কি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে?

ফরজ সলাত ব্যাতীত ওয়াজিব, সুন্নত ও নফল সলাতে প্রত্যেক রাকাতে সুরা মিলানো ওয়াজিব
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:أُمِرْنَا أَنْ نَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَمَا تَيَسَّرَ
আবূ সাঈদ আল-খুদরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন সলাতে সূরাহ ফাতিহা এবং তার সাথে কুরআন থেকে সহজপাঠ্য কোন আয়াত পড়ি।
আবু দাউদ ৮১৮

ثم الفاتحة واجبة في الأوليين من الفرض, وفي جميع ركعات النفل , وفي الوثر والعيدين, وأما في الأخريين من الفرض فشنة
অতপর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে, নফল নামাজের সকল রাকাতে, বিতরের নামাজে ও দুই ঈদের নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত।
(আল বাহরুর রায়েক ১/৩১২)

Exit mobile version