মা যদি সন্তানকে প্রাপ্ত সম্পদ বন্টন না করে

আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা যাবার পর। বাবার সম্পত্তির মালিক আমরা সবাই। আমার মা এর কাছে সম্পত্তি নিয়ে কথা বলতে গেলেই কষ্ট পায়। বাবা-মাকে কষ্ট দেয়া যাবে না। মাকে কষ্ট দিচ্ছি না, কিন্তু যদি আমার মা কে বলি আমার সম্পদ বাবা যা রেখে গেছে দিয়ে দেন। কিন্তু কোন ভাবে আমার মা দিতে চাচ্ছেন না। আমরা তিন বোন এক ভাই।

Exit mobile version