Q/A

মসজিদের মাইক ব্যবহার করে কোন ঘোষনা দেয়া যাবে কি না

মসজিদের মাইক ব্যবহার করে কেও যদি কোন কিছু হারানোর সংবাদ দেই তাহলে এটা কি জায়েয ? বিস্তারিত বলেন?

আপনার প্রশ্নে বর্ণিত অবস্থায় যিনি বা যাহারা মসজিদে মাইক দান করেছে। তারা যেন এই নিয়ত করে দান করে যে, এটা দিয়ে প্রশ্নে উল্লেখিত কাজগুলিও করা হবে এবং আজান দেওয়া হবে। তাহলেই প্রশ্নে উল্লেখিত কাজগুলি মসজিদের মাইক দ্বারা করা জায়েজ হবে।

আর যদি শুধু মসজিদের কাজের জন্য ওয়াকফ করা হয়। তাহলে সেটিকে মসজিদ সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা জায়েজ হবে না।

এক্ষেত্রে প্রতি এ’লানের জন্য মসজিদ কর্তৃপক্ষ ফিস নির্ধারণ করে দিতে পারে। সেই ভাড়া প্রদান করে এ’লান দেয়া যেতে পারে।

যেমনঃ- প্রতিটি এ’লানের জন্য পঞ্চাশ টাকা মসজিদে দিতে হবে। এভাবে ফিস প্রদান করে মসজিদে এ’লান করানো জায়েজ আছে। [ ফাতাওয়া রাহিমীয়া, জাদীদ-৯/১৪৩,কাদীম-৯/২৪৮, ফাতাওয়া কাসিমিয়া-১৮/৪৪৬-৪৪৭]

ثم السراج والبساط كذلك إلى آخر المصالح، هذا إذا لم يكن معينا، فإن كان الوقف معينا على شيئ يصرف إليه بعد عمارة البناء (رد المحتار، كتاب الوقف، مطلب يبدأ بعد العمارة بما هو اقرب إليها-6/560)

وإذا أراد أن يصرف شيئا من ذلك إلى امام المسجد أو إلى مؤذن المسجد فليس له ذلك إلا إذا كان الواقف شرط ذلك (تاتارخانية-8/175، رقم-11554، المحيط البرهانى-9/137، رقم-11381)

المسجد المحتاج إلى النفقة تؤجر قطعة منه بقدر ما ينفق عليه (تقريرات رافعى مع رد المحتار-6/80)

والله اعلم بالصواب

মুফতি লুৎফর রহমান ফরায়েজী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture