বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে করণীয় কি

বেতের নামাজে তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে ছোট্ট সুরা পড়ার পর রুকু করলাম রুকুহতে সোজা হয়ে দাঁড়ানোর পর মনে হল দোয়ায়ে কুনুত পড়িনাই এমত অবস্থায় কিভাবে নামাজ শেষ করবো দয়া করে জানালে উপকৃত হব

দোয়া কুনুতকে ওয়াজিব হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেটা ফরজের চেয়ে নিচে এবং সুন্নাতের চেয়ে উপরে। ওয়াজিব যদি নামাজে মিস হয়ে যায়, তখন সাহু সিজদার মাধ্যমে— সেটার ক্ষতিপূরণ করে নিতে হয়। এজন্য আপনি যদি দোয়া কুনুত ভুলে গিয়ে থাকেন, তাহলে সাহু সিজদা দেওয়াটাই উত্তম হবে। এবং এর মাধ্যমে ক্ষতিপূরণ হয়ে যাবে। নামাজে যে অসুবিধা হয়েছিল সেটা দূর হয়ে যাবে।
(সূত্র : ফাতাওয়া কাজিখান ১/৫৮)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version