পাওনা টাকা চাপ প্রয়োগ করে আদায় করা যাবে কি

আমি একজন দোকানদার, অনেকেই বাকি নিয়ে টাকা দেয়না। এখন আমার করনীয় কি, আমি কি কোন প্রকার জোর করে টাকা আদায় করতে পারব?
হ্যাঁ অবশ্যই, আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন। কোন দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে গরিমশি করে, সেটি অন্যায়।

কারণ, নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে- একজন ব্যক্তি যিনি কারো কাছে দেনা দার, অথচ দেনা পরিশোধ করার মত সামর্থ্য আছে এবং সামর্থ্যবান মানুষের টালবাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে, এবং ঘোরানো পাওনাদারকে।

এটি স্পষ্টত জুলুম এবং অবিচার। এরকম যিনি করছেন, তিনি গুনাগার হবেন এবং আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনি হকদার হিসেবে পাওনাদার হিসেবে তাকে অবশ্যই প্রেসার দিতে পারবেন এবং সে ক্ষমতা/অধিকার আপনাকে দেয়া হয়েছে। তবে প্রেশার ক্রিয়েট করা যাবে, যদি আপনি দেখেন তিনি আপনাকে তালবাহানা করছেন এবং আপনাকে ঘুরাচ্ছেন সেজন্য। আর যদি তিনি দুর্বল মানুষ হন, আর্থিক সঙ্গতি তার না থাকে, তিনি আসলে ফেঁসে গেছেন বা দিতে পারছেন না। তখন সে ক্ষেত্রে কিস্তি ব্যবস্থা করে দেওয়া, সময় বাড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত বড় ধরনের একটি ইবাদত।

Exit mobile version