কোন সময় আজানের জবাব দেওয়া যাবে না

আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে মূলত কোন সময়ে দেওয়া যাবে না, এ ধরনের বক্তব্য নয়। আজানের জবাব দেওয়া যাবে। তবে একটি অবস্থায় রাসূলুল্লাহ (সা.) আল্লাহু রাব্বুল আলামিনের জিকির পছন্দ করতেন না, সেটা হচ্ছে যখন তিনি বাথরুমে থাকতেন। অর্থাৎ যখন তিনি বাথরুমে থাকতেন বা যাওয়ার প্রয়োজন হতো, যেমন—প্রস্রাব অথবা পায়খানা, এ অবস্থায় রাসূলুল্লাহ (সা.) আল্লাহু রাব্বুল আলামিনের জিকির পছন্দ করতে না।

আর বাকি সর্বাবস্থায় রাসূল (সা.) আল্লাহতায়ালার জিকির পছন্দ করতেন। এবং আজানের জবাব দেওয়াও আল্লাহতায়ালার জিকির। সুতরাং সর্বাবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, খালি প্রস্রাব ও পায়খানার সময় রাসূল (সা.) আল্লাহতায়ালার জিকির পছন্দ করতেন না।

আর বাকি সর্বাবস্থায় রাসূল (সা.) আল্লাহতায়ালার জিকির পছন্দ করতেন। এবং আজানের জবাব দেওয়াও আল্লাহতায়ালার জিকির। সুতরাং সর্বাবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, খালি প্রস্রাব ও পায়খানার সময় রাসূল (সা.) আল্লাহতায়ালার জিকির পছন্দ করতেন না।

(উত্তর প্রদানে: শাইখ ডক্টর মুহাম্মাদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ)

Exit mobile version