উত্তেজনা ছাড়া পশ্রাবের সাথে বীর্য বের হলে গোসল ফরজ হবে

কোন উত্তেজনা ছাড়া পশ্রাবের সাথে বা পরে বীর্য বের হলে কি গোসল ফরজ হবে?

ধাতু দুর্বলতার কারণে পেশাবের পরে পেশাবের রাস্তা দিয়ে বীর্যের মত একপ্রকার সাদা আঠালো জিনিস থেকে বের হয়। অনেক সময় ভারী কিছু উত্তোলন করতে গিয়ে বা উত্তেজনা অনুভব হলে কিংবা কোনো নারীর কে দেখা বা স্পর্শ করার কারণেও এমনটি হয়। এটি মূলত المني বা বীর্য নয়। এটিকে আরবিতে الودي বলা হয়। এতে গোসল ফরজ হয় না। তবে অজু অবস্থায় তা নির্গত হলে ওযু নষ্ট হয়ে যাবে।

এই বস্তুটি কাপড়ে বা শরীরে লাগলে তা নাপাক হয়ে যাবে। সুতরাং এমন হলে টয়লেটে গিয়ে তা ধুয়ে ফেলতে হবে বা কাপড়ে লাগলে যে অংশে লাগবে সে অংশটুকু ধুয়ে ফেলাই যথেষ্ট।

আর রোজা অবস্থায় এমনটি হলে রোজার কোন ক্ষতি হবে না।

পরামর্শ: এটি শারীরিক ক্ষতির কারণ। তাই এ বিষয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।
অনুরূপভাবে অসুখের কারণে যদি বীর্য নির্গত হয় তাতেও গোসল ফরজ হবে না। এটাই জুমহূর বা সংখ্যাগরিষ্ঠ আলেমের অভিমত।

গোসল কেবল তখনই ফরজ হবে যখন শরীরে উত্তেজনাবশত সবেগে বীর্য (المني) স্খলিত হবে। এসময় তৃপ্তি অনুভূত হয়। শরীর ঘেমে যায়। এরপরে শারীরিক অবসন্নতা অনুভূত হয়। এটাকে বলা হয় অর্গাজম।

রোজা অবস্থায় এভাবে বীর্য (المني) নির্গত হলে রোজা ভঙ্গ হয়ে যাবে।

Exit mobile version