ইমাম রুকুতে থাকলে মুসুল্লিরা কেন দৌঁড়ে শামিল হন

জামাত শুরু হয়ে গিয়ে এক রাকাত বা দুই রাকাত শেষ হয়ে গেলে, জামাতে কিভাবে অংশগ্রহন করব, বিশেষ করে ইমাম সিজদায় চলে গেলে?

জামাত শুরু হয়ে গেছে এক রাকাত বা দুই রাকাত শেষ। আপনি আস্তাছেন জামাতে যোগ দান করার জন্য। ইমাম সাহেব রুকুতে চলে গেছে বা দাড়িয়ে গিয়াছে তখন কি করবেন?

আস্তে আস্তে হাঁটবেন নাকি খিচে দৌড় দিবেন, কি বলেন?

জামাত শেষ হয়ে যাচ্ছে, তখন কিভাবে যাবেন?
আস্তে আস্তে যাবেন নাকি জোড়ে যাবেন?
সেক্ষেত্রে আস্তে আস্তে যেতে হবে। আমাদের দেশে সাধারণত দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেলে, দৌড়টা দেয় কি, পাগলা দৌড়।

কেন দৌড়টা দেয় এমন সেটা কি জানেন?
জামাতের প্রতি মোহাব্বতের কারনে, আহা ইমাম সাহেব রুকুতে চলে গেছে আমার ছুটে গেলে, আইহায় আমার একটা আমল ছুটে যাবে এজন্য দৌড় দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আল্লাহ্‌ মাফ কুরুক, সেটা হল ইমাম সাহেব রুকুতে যাইয়া ধরতে পারলে, এ রাকাত টা এর পরা লাগবে না বাইছা গেলাম, ঠিক না এ জন্য দৌড়টা দেয়।

Exit mobile version