আজান ব্যতীত মাদরাসায় জামাতের বিধান

ভাড়াকৃত ১ প্রাইভেট মাদরাসায় ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। কিন্তু আজান দেয়না, উক্ত মাদরাসার জামাতের আজানের হুকুম কি?
আর যদি উক্ত মাদরাসায় জুমআ পড়ে তাহলে কি আদায় হবে, মাদরাসাটা বাজারের মাঝে অবস্থিত।

মসজিদ ছাড়া অন্য কোথাও জামাতে নামাজ আদায় করলে— যদি মসজিদের আজান সেখানে শোনা যায়, তাহলে নতুন করে আজান দিতে হবে না। কারণ, মসজিদের আজানই সেখানের জন্য যথেষ্ট। তবে জামাতে নামাজের জন্য ইকামত দেওয়া মুস্তাহাব, না দিলে অসুবিধা নেই।
আতা (রহ.) বলেন, আমি আলী ইবনে হুসাইন (রা.)-এর সঙ্গে জাবির ইবনে আবদুল্লাহ (রা.)-এর দরবারে প্রবেশ করলাম। তখন নামাজের সময় হয়ে গেলে, তিনি আজান ইকামত দিয়ে নামাজ আদায় করলেন।
(মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, হাদিস : ২২৮৪)

Exit mobile version