Quotes

মহিলাদের পর্দা সংক্রান্ত সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নোত্তর

মহিলার জন্য নিজ বাড়িতে মাথায় কাপড় দিয়ে রাখা কি জরুরি?

বাড়িতে থাকা অবস্থায় যদি তাকে কোন গাইরে মাহরাম পুরুষ (যাদের সাথে বিবাহ বৈধ ) দেখার সম্ভাবনা থাকে তাহলে তার সামনে মাথা ও মুখ মণ্ডল সহ সারা শরীর আবৃত রাখা আবশ্যক। আর কোন মাহরাম পুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মাথা ও মুখমণ্ডল ঢাকা আবশ্যক নয়।

অনেকে বলে যে, মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয়না, এটা কি ঠিক?

বাড়িতে থাকা অবস্থায় মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না-এটি একটি ভিত্তিহীন ও বাতিল কথা।

আমরা মুসলিম মহিলাদের সামনে শরীরের কতটুকু খোলা রাখতে পারবো?

মুসলিম মহিলার সামনে চেহারা, মাথা, গলা, দু হাতের কবজী, দুহাতের বাহু, দু পায়ের পাতা ও দুপায়ের নলা ছাড়া সবার্ঙ্গ ঢেকে রাখা জরুরী।

আর অমুসলিম মহিলাদের সামনে কি পর্দা করা জরুরি? দয়া করে জানালে উপকৃত হবো।

অমুসলিম মহিলার নিকট মুসলিম মহিলা পর্দা করা জরুরি কি না এ বিষয়ে দ্বিমত রয়েছে। তবে সঠিক কথা হল, এ ক্ষেত্রে মুসলিম ও অমুসলিম নারীর একই বিধান। অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ মুসলিম নারীর সামনে খোলা জায়েয আছে, অমুসলিম মহিলার সামনেও সেগুলো খোলা জায়েয রয়েছে।
তবে যদি আশংকা থাকে যে, কোন মহিলা তার স্বামীর নিকট এই মহিলার রূপ সৌন্দর্য বর্ণনা করবে তাহলে তার নিকট পর্দা করতে হবে। চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button