Mizanur Rahman AzhariMuslim Scholar Bangla
প্রতিদিন এই দোয়া করবেন – Mizanur Rahman Azhari

সব সময় এই দোয়াটা যেন আমরা করি। আল্লাহ্ কেয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না। আল্লাহ্ তুমি আমার বিচার বসিও না। আল্লাহ্ তুমি দয়া করে আমারে মাফ করে দিও।
আল্লাহ্ যার বিচার করবেন। ও জাহান্নামে যাবে। আর যার বিচার করবেন না, সে জান্নাতে যাবে।