Abul Kalam Azad BasharMuslim Scholar Bangla
ঈদের দিনের সুন্নত ও মুস্তাহাব এবং করণীয় ও বর্জনীয়

ঈদ উদযাপনের সুন্নাহ পদ্ধতি কি ?
চাঁদ দেখা থেকে শুরু করে ঈদ শেষ হওয়া পর্যন্ত রাসুল (সা.) কর্তৃক প্রণীত কি কি সুন্নাহ রয়েছে?
আমরা সকলেই জানি ঈদ একটা ইবাদত। আর ইবাদত পালনে সুন্নাহর অনুসরণ আবশ্যক, যদি সুন্নাহ অনুসরণ করে ঈদ এর অনন্দ উদযাপন করি তাহলে ঈদ আনন্দে

‘আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বলেন, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শা‘বানের গণনা ত্রিশ দিন পুরা করবে।
(বুখারী হাদিস নং ১৯০৯ , মুসলিম ১৩/২, হাঃ ১০৮১)
One Comment