Abul Kalam Azad BasharMuslim Scholar Bangla

ইতিকাফ এর গুরুত্ব ও ফজিলত

ইতিকাফ কি এবং ইতিকাফ এর গুরুত্ব

প্রবিত্র রমজান মাস, আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ তায়ালার অপার করুণায় আমরা তাকওয়ার মানুষিকতা নিয়ে উদযাপন করছি। এই রমজান মাস আমাদের জীবন কে, রহমত, মাগফিরাত, নাযাতের অপার করুণায় ভরপুর করে দিবে।

আল্লাহ্‌ তায়ালা রমজানের মাধ্যমে নিজের জীবনের গুনাহ গুলো আমরা ক্ষমা করে নিতে পারব আল্লাহ্‌ তায়ালার কাছ থেকে, এমন তাওফিক সকলকে দান করুক আমিন।


এ রমজান মাসে ইবাদাতের যত গুলু দিক রয়েছে আমরা জানি তার মাঝে ইতিকাফ হচ্ছে রমজানের অন্যতম অনুষঙ্গ, অন্যতম অঙ্গ।
ইতেকাফ ব্যক্তি কে আল্লাহ্‌ তায়ালার সান্নিধ্যে পোছিয়ে দেয়। ইতিকাফ এর মাধ্যমে রমজানে মসজিদে মানুষ ১০ দিন অতিবাহিত করে ঐ ১০ দিন আল্লাহ্‌র খুব কাছে যাওয়ার সুযোগ পায়।

হাদিসে এসেছে, যে ব্যক্তি ইতেকাফ করে সে ইতেকাফে, কতটুকু সাওয়াব অর্জন করতে পারল এটার চেয়েও লক্ষণীয় বিষয় হল ১০ দিন সে গুনাহ থেকে মুক্ত থাকতে পারল। এই যে শেষ দশক সে ইতেকাফ করল ঐ ১০ দিন যারা বাহিরে আছে তারা গুনাহ এর সাথে সম্পর্ক আছে।

Show More

Related Articles

Leave a Reply, if you have comments about this post.

Back to top button